রাজনগরে উপজেলা আ’লীগের সম্মেলন ।। সভাপতি ভেলাই, সাধারণ সম্পাদক মিলন
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৯, ৫:৪৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরে সমঝোতায় প্রবীণ-নবীণের সমন্বয়ে উপজেলা আ’লীগের সভাপতি পদে ফের মিছবাদৌজা ভেলাই ও সাধারণ সম্পাদক পদে মিলন বখত মনোনীত হয়েছেন। ৭ ডিসেম্বর শনিবার সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই নেতাকে মনোনীত করা হয়।
দীর্ঘ ২৫ বছর পর রাজনগর উপজেলা আ’লীগের সম্মেলন রাজনগর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দের বক্তৃতা শেষে শনিবার বিকেলে কলেজ অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশন শুরু হয়। সভাপতি পদে ৫ ও সাধারণ সম্পাদক পদে ৫ প্রার্থী প্রার্থীতা ঘোষণা করেন। উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ প্রার্থীদের সমঝোতার জন্য ২০ মিনিট সময় বেধে দেন। এ সময়ের মধ্যে গত কমিটির সভাপতি মিছবাদৌজা ভেলাই মিয়াকে সমর্থন দেন অপর প্রার্থীরা। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মিলন বখতকে সমর্থন দেন অপর ৪ প্রার্থী।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ এমপি। এ পর্বে সভাপতিত্ব করেন মিছবাদৌজা ভেলাই। সাধারণ সম্পাদক আছকির খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক গণপরিষদ সদস্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবা উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
নেতাকর্মীরা জানান, সম্মেলনের এক পর্যায়ে কাউন্সিলর তালিকায় নাম থাকা, না থাকা নিয়ে রাজনগর উপজেলা চেয়ারম্যান ও তার অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এ সময় নেতাকর্মীর মাঝে কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
সম্মেলনে বক্তারা বলেন, ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও শক্তি প্রদর্শন করে নেতা হওয়া যাবে না। দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজনগর উপজেলা আ’লীগের সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয়েছে মেয়াদোত্তীর্ণ ৬ উপজেলার সম্মেলন ও কাউন্সিল। মৌলভীবাজার সদর উপজেলার সম্মেলন হলেও কাউন্সিল স্থগিত রয়েছে।