মৌলভীবাজারে ইনফিনিটি ম্যাথের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৯, ২:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারে শিক্ষার প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে অষ্টম শ্রেণীর শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইনফিনিটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৬ নভেম্বর) ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার ও তালিমুল কোরআন কেন্দ্রের যৌথ উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
হল পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলেন দি ফ্লাওয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক বদরুল ইসলাম ও আব্দুল মোহিত। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন ইনফিনিটি ম্যাথ সেন্টারের পরিচালক আহমদ আলী।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক আল আমীন রেফায়েত, জগৎসী জি কে এম সাইফুর রহমান কলেজের প্রভাষক মাওলানা আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিবুর রহমান, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মাসুদ আহমদ, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানী, তালিমুল কোরআন কেন্দ্রের পরিচালক মাওলানা দিলশাদ আহমদ খান, মৌলভীবাজার অক্সফোর্ড একাডেমির পরিচালক মাসুক তালুকদার প্রমুখ।