মৌলভীবাজার দলিল লেখক সমিতির সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৯, ৭:৫৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ দলিল লেখক সমিতির মৌলভীবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. এমদাদুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি প্রদীপ পাল নিতাই।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলার দলিল লেখক সমিতির সভাপতি ফরিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খাঁন সায়েক, সাংগঠনিক সম্পাদক এম এ ইকবাল হোসেন।
সম্মেলনে জেলা ও উপজেলার সকল দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।