প্রার্থী দুর্নীতি মামলার আসামী থাকায় মৌলভীবাজার সদর আ.লীগের কাউন্সিল স্থগিত
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০১৯, ৬:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। কাউন্সিলের এক প্রার্থী হাওর দুর্নীতি মামলার আসামী থাকায় এই কাউন্সিল স্থগিত করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে কাউন্সিল অধিবেশন স্থগিতাদেশ ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সেই সাথে সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আজ সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মুঠোফোনে পূর্বদিককে বলেন, আমাদের এক প্রার্থী হাওর দুর্নীতি মামলার আসামী। আমরা দুর্নীতিকে নিরুৎসাহিত করি। বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য এই কাউন্সিল স্থগিত করা হয়েছে।
জানা যায়, আজকের (২ ডিসেম্বর) উপজেলা আ.লীগের কাউন্সিলে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতায় ছিল। এক প্যানেলে ছিলেন মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক কমিশনার আকবর আলী ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মালিক তরফদার সুয়েব। অপর প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান।
উল্লেখ্য, এই কাউন্সিলে সভাপতি প্রার্থী আকবর আলীর বিরুদ্ধে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকে মামলা রয়েছে।