৩০ দিনে মৌলভীবাজারে ৬০ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১ ডিসেম্বর ২০১৯, ৬:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
নভেম্বর মাসে মৌলভীবাজার জেলায় অভিযান চালিয়ে ৬০ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ২ হাজারের বেশী ইয়াবাসহ বিপুল সংখ্যক মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলা থেকে ৬০ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে পেরেছে পুলিশ। সেই সাথে ২ হাজার ১শত ৫৭ পিছ ইয়াবা, ৪২৬ লিটার চোলাই মদ, ৩৫ লিটার ওয়াশ, ৩৭ বোতল বিদেশী মদ, ২ কেজি ৮ পুরিয়া গাজা, ৯০ পুরিয়া হেরোইন।
এ বিষয়ে পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম জানান, ‘একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে পুলিশ প্রশাসন মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ ও জাতি গঠন করাই আমার লক্ষ্য। জেলা পুলিশকে মাদক ও চোরাকারবারীর তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ জানচ্ছি’।