মৌলভীবাজারে বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৯, ৪:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে শংকর সূত্রধরের উপন্যাস শীতল শামিয়ানা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার ছড়াকার আবু সাঈদ রুপিয়ানের সভাপতিত্বে ও কোরাস লিটলম্যাগ সম্পাদক মুজাহিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, কবি ও নাট্যকার আব্দুল মতিন। বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার ইউনিটি সিলেট বিভাগীয় আঞ্চলিক শাখা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজন আহমেদ সম্রাট, সহ-সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, সৈয়দ সোহেল আহমেদ, দুর্লভপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল, শিক্ষক শিল্পী রানী সূত্রধর, স্বাগত বক্তব্য রাখেন লেখক শংকর সূত্রধর।