মৌলভীবাজারে রাধা রমণের ১০৪তম প্রয়াণ দিবস স্মরণ
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৯, ৫:৫২ অপরাহ্ণ
সিলেটের লোকগীতির প্রবাদ পুরুষ সাধক কবি রাধা রমণ। তাঁর ১০৪তম প্রয়াণ দিবস উপলক্ষে মৌলভীবাজারের সমমনা শিল্পীরা আয়োজন করেন রাধা রমন স্মরণে সঙ্গীত উৎসব। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের মনুনদ তীরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে নিভিয়া ছিলো মনের আগুন কে দিলায় জ্বালাইয়া। রাধা রমণের একটি গানের ওই কলিকে ধারণ করে শিল্পীরা মেতে ওঠেন রাধা রমণ সঙ্গীত উৎসবে।
উপস্থিত শিল্পীবৃন্দের কণ্ঠে মনোমুগ্ধকর সুরে দর্শক শ্রোতাদের ভোলায় বাঁশী রে শ্যাম চান্দের বাঁশী করিলায় উদাসী। পিরিতি ভীষমও রীতি পিরিতি ভীষম জ্বালা, আর সয় না আমার গায়। কি করিতাম তরে রে পুষ্প রজনী প্রভাত হইলো। কার লাগিয়া আমি আইলাম রাধার কুঞ্জে এমন তরো গানের কথার সুর মিশ্রন ঘটিয়ে শিল্পী হ্যাপি দাশ, নান্টু দাশ, ডা. আব্দুল্লাহ আল মাসুম, ডা. বিনেন্দু ভৌমিক, প্লাবতা ভৌমিক, ফয়সল ফকির, নিবেন্দু নির্ধূত, সুরঞ্জিত সুরন, জয়দীপ রায় রাজু, সুনিতি সিনহা, অস্বীনি সিংহ, রামেন্দ্র দাস, রথীন্দ্র বিশ্বাস, মীর ইউসুফ আলী, গোপন চক্রবর্তী, দেবযানী রায়, কেয়া দেব, উজ্জ্বল আচার্য, বিমল দাস, দুলাল রায় শ্রোতাদের মুগ্ধ করেন।
নিবেন্দু নির্ধূত ও ডা. বিনেন্দু ভৌমিকের যৌথ সঞ্চালনায় সঙ্গীতের সুর লহড়ীর ফাঁকে ফাঁকে রাধা রমণ’র জীবন ও কর্ম বিষয়ে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, পৌর মেয়র ফজলুর রহমান, কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, জেলা শিশু বিষয়ক অফিসার জসীম উদ্দিন মাসুদ, অ্যাড. বিশ^জিৎ ঘোষ, ডাডলি ডেরিক প্রেন্ট্রিস, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অজয় সেন প্রমুখ।