সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল রাজনগরের কামরুলের
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৯, ৪:৩৯ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
দরিদ্র পরিবারের স্বচ্ছলতা আনতে মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবে গিয়েছিলেন কামরুল ইসলাম (২২)। সেখানে তিনি এস্কেভেটর (মাটি কাটার মেশিন) চালানোর কাজ করতেন। তার আয়েই সংসার চলছিল। সেই এস্কেভেটর দুর্ঘটনায় প্রাণ গেল রাজনগরের কামরুলের।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সৌদি আবরবের আল বিশা এলাকায় এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কামরুলের বাবা মো. আনিছ মিয়া পান-সিগারেটের দোকান দিয়ে সংসার চালান। অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা পাওয়ার আশায় এক বছর আগে বড় ছেলে কামরুল ইসলামকে ধার-দেনা করে সৌদি আরবে পাঠান। সেখানে সে এস্কেভেটর চালানোর কাজ করতো। সোমবার সকালে সৌদি আরবের আল বিশা এলাকায় এস্কেভেটরের চেইন ছিড়ে গেলে তিনি পাশের খাদে লাফ দিয়ে পড়ে যান। এ সময় এস্কেভেটর মেশিনটিও খাদে পড়ে গিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সৌদি আরবে থাকা এক আত্মীয় কামরুলের মৃত্যুর খবর তার পরিবারকে জানান।
নিহতের বাবা মো. আনিছ মিয়া বলেন, আমার উপার্জনে সংসার ভালো চলছিল না। তাই ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন ছেলের মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।