মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৯, ৪:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলার মুটুকপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃবিভাগীয় ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
২০ নভেম্বর বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে মুটুকপুর হাওর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই ডাকাত সদস্যকে আটক করে। এ সময় তার সাথে থাকা ১৫ থেকে ২০জন পালিয়ে যায়। পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া গ্রিল কাটার মেশিন, ধারালো দা ও ছুরি উদ্ধার করে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় হান্নান মিয়া (৪৫) নামে একজনকে আটক করে। সে সদর উপজেলার আথানগিরী গ্রামের মৃত সবলা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের চৌকস দল অভিযান করাকালীন সময়ে মুটুকপুর হাওরে গতরাতে অবস্থানরত প্রায় ১৫ থেকে ২০ জনের ডাকাত দল ধাওয়া দিলে ডাকাতরা দৌড়াইয়া পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।