আরব আমিরাত আল-ইসলাহ আজমান শাখার কমিটি গঠন
ইসলামি খেলাফাত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য -আলহাজ হাফিয সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৯, ৪:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ব্রিটেনের বার্মিংহামে প্রতিষ্ঠিত সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ’র ভিত্তিতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্তি ও বিচ্ছিন্নতা দূর করে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। ক্ষুদ্রতা ইসলাম নয়। চলাফেরাও আচার-ব্যবহারে প্রজ্ঞার পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে ইসলাম বিদ্বেষীরা যখন কথা বলে তখন কাউকে আলাদা করে বলে না। মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করে এমন বক্তব্য ও কথাবার্তা পরিহার করতে হবে। ইখতেলাফি বিষয়কে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করতে হবে।
তিনি গত মঙ্গলবার আরব আমিরাতের আজমান শহরে আল ইসলাহর কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। পরে আনজুমানে আল ইসলাহ আরব আমিরাতের আওতাধীন আজমান শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ হাফিজ সাব্বির আহমদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আনজুমানে আল-ইসলাহ আরব আমিরাত কেন্দ্রীয় শাখার সভাপতি মাওলানা কারী জয়নুল আবেদীন।
সভায় সর্বসম্মতিক্রমে মো. হারুনুর রশিদকে সভাপতি, মোহাম্মদ মুহিবুর রহমান খালেদকে সাধারণ সম্পাদক ও কারী খন্দকার আবুল হোসাইন সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন, সহসভাপতি মির্জা আবু সুফিয়ান, আকদ্দছ আলী, আব্দুর রহমান ইকবাল, সহসাধারণ সম্পাদক হাফেজ কারী ফয়েজ আহমদ, মির্জা ইমাদ, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আজাদুর রহমান, প্রচার সম্পাদক কারী ওয়ারিছ আহমদ, সহপ্রচার সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক আতিক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ কারী ইসলাম উদ্দিন, সহপ্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হুসেন, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সমছু মিয়া, সহসমাজকল্যাণ সম্পাদক কালাম আহমদ, অফিস সম্পাদক হোসাইন আহমদ, সহ অফিস সম্পাদক জায়দুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক কারী আবদুল্লাহ, সহআন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মাহফুজ আহমদ দুলাল, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বাছিত আহমদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক কামরান আহমদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মাসুক মিয়া, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক রুমন আহমদ, কার্য নির্বাহী সদস্য সেবুল আহমদ, খালেদ আহমদ, রাসেল আহমদ, সাইস্থা আহমদ।