রাজনগর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আব্দুল হাকিম
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৯, ৬:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম নির্বাচিত হয়েছেন।
আজ ১৩ নভেম্বর রাজনগর উপজেলার শিক্ষক কল্যাণ ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৫টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গত ৭ নভেম্বর ১২ জন নির্বাচিত হন। বাকী ১৩ পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেনÑ সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ, সহ সভাপতি শশাঙ্ক রঞ্জন দাশ, মীর সালেহ উদ্দিন, ছয়ফুল আলম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক (পুরুষ) লবনী কান্ত বৈদ্য, সিনিয়র সহ সাধারণ সম্পাদক (মহিলা) লাভলী রানী দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র ধর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ দপ্তর সম্পাদক সত্যজিৎ পাশী, অর্থ সম্পাদক নিরন্ত কুমার দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন ভট্টাচার্য, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন।
জানা যায়, সর্বশেষ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১২ সালে। তখন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক একই সমিতির অর্ন্তভুক্ত ছিল। এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন পানিসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দক্ষিণ ঘড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম। এবারও এই ২ জন সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবেন্দ্র বর্ধন। নির্বাচনে দুজনের বাক্সেই ৫৭টি করে ভোট পড়ে। পরে নির্বাচন সংশ্লিষ্টরা দুজনের মধ্যে লটারির ব্যবস্থা করেন। লটারিতে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল হাকিমের প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। আতাউর রহমানের তাঁর বাক্সে ৫৫টি ভোট পড়ে। তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ঘড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম ভোট পান ৫৭টি। দুই ভোট বেশি পেয়ে মো. আব্দুল হাকিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১২টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় গত ৭ নভেম্বর ১২ জনকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীন প্রধান শিক্ষক শামসুল ইসলাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন সিনিয়র মহিলা সহ-সভাপতি প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফে আরা বেগম, সহ-সভাপতি রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আরা, কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত তাজরীন জাহান, যুগ্ম সম্পাদক (মহিলা) রুবি বেগম, মহিলা বিষয়ক সম্পাদক স্মৃতি রাণী ধর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন আরা, সহ অর্থ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক করুনাময় দত্ত, সহ মিডিয়া ও প্রচার সম্পাদক সুশিল চন্দ্র দেব।
শিক্ষক সমিতির এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রবীণ প্রধান শিক্ষক শামসুল ইসলাম। তার সহকারী হিসাবে দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক বিমল চন্দ্র দেব, শাহিনুল ইসলাম, বিধান দেব ও এমরান হোসেন খাঁন।