শ্রীমঙ্গলে ‘আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবীর ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৯, ৭:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আয়োজনে ‘আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী (সা.) এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১০ নভেম্বর রবিবার সকালে শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ স্কুল ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাংবাদিক ইসমাইল মাহমুদ।
স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. শামীম মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ মুসলিমবাগ আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা শাফায়েত উল্লাহ, স্কুলের পরিচালকমন্ডলীর সভাপতি মো. আব্দুল মোমিন, স্কুল পরিচালক মো. নাদির হোসেন, এইচএম ইয়াকুব চৌধুরী, শামীম আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, কোহিনুর আক্তার।
সভায় বক্তারা বলেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শই মানবজাতির একমাত্র অনুসরণীয় আদর্শ । ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত শান্তি প্রতিষ্ঠায় তাঁর অনুসরণের বিকল্প নেই। মহানবীর (সা.) এর কালজয়ী আদর্শ বাস্তবায়ন ছাড়া পৃথিবীতে আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়।