জামায়াত-শিবির সম্পৃক্ততা নিয়ে অবস্থান পরিস্কার করলেন কুলাউড়ার মমদুদ হোসেন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৯, ১২:১৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন হোসেন। তার সাথে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার বিষয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের কাছে তার অবস্থান পরিস্কার করেছেন। তিনি ৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় স্থানীয় একটি হোটেলে কুলাউড়ার কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন।
সভায় লিখিত বক্তব্যে মমদুদ হোসেন বলেন, তার বিরুদ্ধে সাম্প্রতিক কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও ১টি প্রিন্ট পত্রিকায় জামাত শিবিরের সাথে তিনি পুর্বে সম্পৃক্ত ছিলেন বলে প্রকাশিত সংবাাদকে ভিত্তিহীন বলে এর প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, কুলাউড়া ডিগ্রি কলেজে ছাত্র থাকাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কুলাউড়া কলেজে ১৯৮৭ সালে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের তোফায়েল-মতিন পরিষদের পক্ষে কর্মী হিসাবে কাজ করেন। ১৯৯৭ সালে ব্রাহ্মন বাজার ইউপি আ’লীগের কাউন্সিলে প্রথমবারের মতো সদস্য মনোনীত হন। ২০০৪ সালে ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ২০১৭ সালে ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরো জানান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া অসুস্থ হয়ে পড়লে তার মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৬ সালের ২৩ এপ্রিল নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। শুধুমাত্র সম্মেলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যাতে তিনি উপজেলা আওয়ামী লীগের কোনো পদে না আসতে পারেন।