ছড়া
নূরের নবী এলেন
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৯, ৬:৩৭ অপরাহ্ণ
নাসির খাঁন
মা আমেনার কোলে
এই রবিউল আউয়ালে
নূরের নবী এলেন ধরায়
বিশ্ব আলো করে।
সবাই আনন্দেতে হাসে
ফুলে ও বাতাসে,
পাখ -পাখালি, তরু-লতা
তাঁরই দরুদ পড়ে।
সেই অন্ধকারের যুগে
এলেন নূরের নবী
তাঁর আলোতে আলোকিত
বিশ্ব ভুবন সবই।