বন্ধন সোসাইটির আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৯, ৫:৪৬ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বন্ধন সোসাইটির আত্মপ্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় হাজিপুর প্রাইমারি স্কুলে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।
ইউপি সদস্য রাজা মিয়ার সভাপতিত্বে ও শিপন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক নাদির আহমদ , ছাত্রদল নেতা মোশাররফ হোসেন মিজু, ছাত্রসেনার জেলা সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবেল, কাওছার আহমদ, রহমান খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বন্ধন সোসাইটির আহবায়ক রেজা খান বেহেশতী।
বন্ধন সোসাইটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ রেজা খান বেহেশতী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম।