বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক ও পরিচ্ছন্নতাকর্মীকে বদলি
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৯, ৮:১২ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
অবশেষে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক এবং পরিচ্ছন্নতাকর্মীকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার সিভিল সার্জনের আদেশে তাদের বদলি করা হয়। আদেশের ৩ দিনের ভেতর তারা নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে।
সম্প্রতি বন, পরিবশ ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী বড়লেখা হাসপাতাল পরিদর্শনকালে তাঁর চোখে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এরপর তাদের বদলির আদেশ আসে। বদলি হওয়া কর্মচারীরা হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক মাছুম উদ্দিন, পরিচ্ছন্নতাকর্মী মো. মৌলা মিয়া। তাদের মধ্যে অ্যাম্বুলেন্স চালককে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিচ্ছন্নতা কর্মীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান উন্নত করার জন্য পরিবেশনকারী ঠিকাদার মো. আতাউর রহমানকে আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যের কারণে হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. দীদার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আজ ৭ নভেম্বর বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় জিডিও হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন আজ বৃহস্পতিবার বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশসহ কর্মক্ষেত্রে তাদের অবহেলা ও নানা কারণে চালক এবং পরিচ্ছন্নতা কর্মীকে বদলি করা হয়েছে। তিনি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান।