বার্মিংহামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বক্তব্য প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ৬ নভেম্বর ২০১৯, ৬:০০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ব্রিটেনের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের উদ্যোগে গত রবিবার শিশু কিশোরদের নিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবন শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সেন্টারের পরিচালক আলহাজ মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের প্রিন্সিপাল সাইয়িদ শেখ ফাদী যুবা ইবনে আলী, বক্তব্য রাখেন পরিচালক, আলহাজ কাজী নানু মিয়া, আলহাজ মো. জসিম উদ্দিন, আলহাজ্ব হাফিয সাব্বির আহমদ, ঈমাম ক্বারি আহমদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের ইমাম হাফিয দেলওয়ার হাসান সুমন, কমিউনিটি নেতা ফয়সাল আহমদ চৌধুরী, কারী মাহফুজুর রহমান, মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, টিভি ওয়ান এর বার্মিংহাম প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল, জাহাঙ্গীর আলম, হাফিয রুহুল আমিন, সাজ্জাদুর রহমান, মো. আসাদ মিয়া।
প্রতিযোগীতায় কভেন্ট্রি এবং বার্মিংহামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান ও যোহরের নামাযের পরে সাইয়িদ শেখ ফাদীর সাপ্তাহিক দারসে বুখারী শরীফ শুরু হয়। এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।