মিষ্টিতে পোকা, শ্রীমঙ্গলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৯, ৮:৫১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মিষ্টিতে পোকা। দই রাখার পাত্রে নেই উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা মূল্য। পোড়া তেল দিয়েই খাদ্য পণ্য তৈরি করা হচ্ছে। এমন অভিযোগে শ্রীমঙ্গলের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ৪ নভেম্বর সোমবার সকালে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কে অবস্থিত স্বাদ মিষ্টির সৃষ্টিকে ৫ হাজার টাকা, রেবতী হোটেলকে ১ হাজার টাকা, জোড়াপুলের পাশে অবস্থিত মাতৃসেবা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীঙ্গল থানার পুলিশ ফোর্স।