ট্রাফিক আইন মানতে মৌলভীবাজারে লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৯, ৮:২৬ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
নতুন সড়ক ও পরিবহন আইন মানতে মোটরযান চালকদের মধ্যে সচেতনা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ।
আজ ৪ নভেম্বর সোমবার দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ক্লাবের সদস্যরা। এতে সহযোগিতা করে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ।
এই কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ উল্লাহ, সিনিয়র ইন্সপেক্টর মো. সালাউদ্দিন কাজল, একেএম শামসুজ্জামান প্রমুখ। এ সময় ট্রাফিক পুলিশ সদস্যরা সচেতানমূলক বক্তব্য রাখেন।
রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলে- চার্টার প্রেসিডেন্ট আহমেদ সাদি, সেক্রেটারি আব্দুল্লাহ আল হোসাইন, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিট টাউনের সিহাব রহমান, জেল কো-অর্ডিনেটর ওবায়েদুর রহমান।
লিফলেট বিতরণের পর ট্রাফিক পুলিশের কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।