জেল হত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৯, ৮:১৫ অপরাহ্ণ
জেল হত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমেদ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা এমপি হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী খোকন প্রমুখ ।