পুলিশি বাঁধার মুখে মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৯, ৯:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
পুলিশি বাঁধার মধ্য দিয়ে মৌলভীবাজারে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ ২ নভেম্বর শনিবার দুপুরে শহরের কোর্ট রোডের একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দিতে আসেন। র্যালি নিয়ে বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে পুলিশি বেষ্টনীর ভেতর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করা হয়।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মুহিত এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফজলুল করিম ময়ূন, আলহাজ এম এ মুকিত, আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশারফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস ও সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজুসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।