সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার পরিদর্শন করলেন চ্যানেল এস’র প্রতিষ্ঠাতা মাহি জলিল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৯, ৯:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
গ্রেট ব্রিটেনের জনপ্রিয় টিভি চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল ও ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী বার্মিংহামের বৃহৎ ইসলামিক প্রতিষ্ঠান সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার পরিদর্শন করেছেন।
গত ২৯ অক্টোবর মঙ্গলবার এই সেন্টার পরিদর্শন করেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ মো. জসিম উদ্দিন, আলহাজ হাফিয সাব্বির আহমদ, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির ইমাম হাফিয দেলওয়ার হাসান সুমন, মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিল এর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু।
তাদের এই আগমনকে স্বাগত জানিয়ে সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালকবৃন্দ বলেন, চ্যানেল এস প্রবাসী বাঙালীদের জীবনযাত্রা ও কর্মকান্ডকে তুলে ধরছে। নতুন প্রজন্মকে নিজেদের দেশ ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতে মুখ্য ভূমিকা পালন করছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ, টিভি ওয়ান এর প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল, এটিএন বাংলার প্রতিনিধি জয়নাল ইসলাম, মো. আব্দুল কাইয়ূম, ফয়সাল আহমদ চৌধুরী, মুর্শেদ আহমদ, আসাদ আহমদ প্রমুখ।
পরে অতিথিরা সিরাজাম মুনিরা ক্যাম্পাস ঘুরে দেখেন ও এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।