ক্রেতার অভিযোগে মৌলভীবাজারে লোটোকে ৪০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৯, ৫:৫৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
৫০% ছাড়ে লোটো শো-রুম মৌলভীবাজার-২ থেকে একজোড়া জুতা কিনেন মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সভাপতি মুজিবুর রহমান। ব্যবহারের ২ দিনেই জুতাটি নষ্ট হয়ে যায়। জুতা পরিবর্তনের জন্য ওই শো-রুমে গেলে ম্যানেজার জুতা পাল্টিয়ে না দিয়ে তাদের কোন করণীয় নেই বলে জানান। পরে ক্রেতা মুজিবুর রহমান পণ্য/সেবা পাননি মর্মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি প্রমাণিত হওয়ায় বুধবার ওই শো-রুমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুসারে জরিমানা ৪০ হাজার টাকার ২৫% দশ হাজার টাকা অভিযোগকারী মুজিবুর রহমানকে প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স ।