পর্যটনখাতকে এগিয়ে নিতে দেশি-বিদেশী পরামর্শক নিয়োগ দিবে সরকার -মৌলভীবাজারে প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৯, ৫:২০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, শুধু পর্যটন খাতের আয় দিয়েই বাজেট প্রনয়ন করা সম্ভব। এ সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। শুধুমাত্র পর্যটন খাত নিয়ে গবেষণা ও পরামর্শের জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে দেশী বিদেশী পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে বিদেশী পরামর্শকদের সাথে এই চুক্তি সম্পন্ন হবে বলেও জানান তিনি।
আজ ২৫ অক্টোবর শুক্রবার মৌলভীবাজার জেলার পর্যটন উন্নয়নের সুনিদিষ্ট কর্মপরিকল্পনা বিষয়ক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, বর্তমানে পর্যটনখাতের উন্নয়নে দেশের ৮টি স্থানে অবকাঠামোগত উন্নয়নে প্রকল্প নেওয়া হচ্ছে। এর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজারকে অগ্রাধিকার দেওয়া হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান রাম চন্দ্র দাস, সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাবেক সঙসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার দেশের সকল জেলার পর্যটন সম্ভাব্য স্থানের সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যো ৩০ কোটি টাকা ব্যয়ে বিদেশী পরামর্শক নিয়োগ দিবে সরকার। এতে চারজন ব্রিটিশ ও একজন ফ্রেঞ্চ পর্যটন বিশেষজ্ঞসহ দেশীয় অনেক বিশেষজ্ঞ সার্ভে কাজ পরিচালনা করবেন।