ভোলায় পুলিশি হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে মৌলভীবাজারে উলামা পরিষদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৯, ৪:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ভোলায় মহানবী (সা.) কে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, তাওহিদি জনতার উপর পুলিশি হামলা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা পরিষদ মৌলভীবাজার শহর শাখা। আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের ঈদগাহ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
দারুল উলুম মাদ্রাসার মুফতি সামসুজ্জোহার পরিচালনায় ও মাওলানা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, মাওলানা নূর আলম হামিদী, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকার অবিলম্বে ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। মুসল্লীদের উপর হামলা ও হত্যাকান্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে। নতুবা মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে কটূক্তিকারীদের বিরুদ্ধে ও মুসল্লিদের হত্যার প্রতিবাদে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।