প্রগতি লেখক সংঘ সম্মাননা পাচ্ছেন কবি শহিদ সাগ্নিক ও ইকবাল কাগজী
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৯, ৫:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সম্মাননা পাচ্ছেন দুই মফস্বলবাসী কবি। আগামী ২৬ অক্টোবর শনিবার মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য প্রগতি লেখক সংঘ মৌলভীবাজারের দ্বিতীয় সম্মেলনে কবি শহীদ সাগ্নিক ও কবি ইকবাল কাগজীকে এই সম্মাননা প্রদান করা হবে।
গত ২১ অক্টোবর মৌলভীবাজার জেলা শাখার ২য় সম্মেল প্রস্তুতি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামি ২৬ অক্টোবর শনিবার বিকালে মৌলভীবাজার পৌরসভা মিলায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু।
২য় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রাবন্ধিক দীপংকর মোহান্তের সভাপতিত্বে ও কবি জাবেদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সভাপতি কবি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, কবি মহিদুর রহমান ও সজিবুল তুষার।
কবিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবারের সম্মেলনে মৌলভীবাজারের কবি শহীদ সাগ্নিক ও সুনামগঞ্জের নিভৃতচারি কবি ইকবাল কাগজীকে সম্মাননাপত্র দেয়ার সিদ্ধান্ত হয়। সম্মাননা হিসাবে রয়েছে নগদ অর্থ, পদক ও সম্মাননাপত্র।
কবি শহীদ সাগ্নিক ১২ জানুয়ারি ১৯৪৮ সালে কমলগঞ্জ জেলার রঘুনাথপুর মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। লেখালেখির শুরু মধ্য ষাটের দশক থেকে। বামধারার রাজনৈতিক সচেতন মফস্বলবাসী এই কবি শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে যেমন কলম লড়াই করছেন তেমনি রাজপথের আন্দোলনেও সক্রিয়।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে কবিতা, ছড়া, সংকলন ও সম্পাাদনাও রয়েছে। কাব্যগ্রন্থ ‘বারুদের গন্ধ’ শব্দের কারুকাজ’ সনেটগ্রন্থ : সদিচ্ছায় সূর্যোলোকে’। ছড়াগ্রন্থ : দিন বদলের দিনের জন্য (ছড়া তাৎক্ষণিক) ‘সোনালী দিনের জন্য’, লোকগীতি : ‘অজ্ঞানের গণগীতিকা’, আত্মজৈবনিক : ‘জীবন স্মৃতির পদ্যপুথি’, সংকলন : ‘নিবেদিত ইয়াছিন গীতিকা’। সম্পাদনা : ‘মৌলভীবাজার পিটিআই বার্ষিকী’। এছাড়া প্রবাস প্রকাশনী থেকে ‘শহীদ সাগ্নিক সমগ্র-১’ প্রকাশ হয়েছে।
কবি ইকবাল কাগজী ২৬ আগস্ট ১৯৫৬ সালে সুনামগঞ্জের শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। লিখছেন চার দশক ধরে। কবিতার পাশাপাশি সুনামগঞ্জের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘নষ্ট কুসুমের কষ্ট’ ‘কাগজীর কারচুবি’ ‘পৌর বিপনীতে যাই’ প্রবন্ধগ্রন্থ : ‘বাঙালি মুসলমানের নামায়ন’।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু বলেন এবারের জেলা সম্মেলনের যে দুই কবিকে সম্মাননাপত্র দেয়া হবে তাদের একজন মৌলভীবাজার জেলার বিভিন্ন গণ আন্দোলনেরর বলিষ্ট কণ্ঠ ও রাজনৈতিক কবিতার তীব্রগম্ভীর কবি শহীদ সাগ্নিক ও সুনামগঞ্জ জেলা নিভৃতচারি, মাটিঘনিষ্ট কবি ইকবাল কাগজী।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জাবেদ ভূঁইয়া বলেন, আমরা এমন এক সময়ে আমাদের ২য় জেলা সম্মেলন করতে যাচ্ছি যখন আমাদের ফ্যাসিবাদী শাসন শোষণ তীব্রভাবে আমাদের দৌড়াচ্ছে। এ সম্মলনের মাধ্যমে তার প্রতিবাদ ও প্রতিরোধের মানসিকতা গড়ে তুলতে চাই। আমরা মনে করি পঁচে যাবার চেয়ে নিভৃত থাকা কবি শক্তি অনেক বেশী শক্তিশালী। গণমূখি কবিতা গণআন্দোলনকে শাণিত করে।