মরহুম আবু শাহজাহান স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৯, ৮:১৫ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজারের বিশিষ্ট সমাজসেবক মরহুম সৈয়দ আবু শাহজাহান স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর শহরের পশ্চিম বাজার এলাকার সেন্টাল রোডস্থ মাহী স্টোরে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহ নুরুল ইসলাম মাহি।
সৈয়দ মোকাররীম আলীর পরিচালনায় মতবিনিময় সভায় মরহুম আলহাজ্ব সৈয়দ আবু শাহজাহানের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ে তার নামে একটি স্মৃতি পরিষদ গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এই স্মৃতি পরিষদের মাধ্যমে সামাজিক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। শীগ্রই বড় পরিসরে সভা করে স্মৃতি পরিষদ গঠন করা হবে বলে জানানো হয়।
মরহুম সৈয়দ আবু শাহজাহানের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামে। তিনি গত ৮ মার্চ ২০১৮ সালে ইনতেকাল করেন। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার ইসলাম মিশন,পশ্চিম বাজার জামে মসজিদ, শাহ হেলান উচ্চ বিদ্যালয়, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, লতিফিয়া ক্বারি সোসাইটি, মৌলভীবাজার, লতিফিয়া ফুলতলী পরিষদ, নিজামিয়া বিশকুটি পরিষদ এবং নুরুলিয়া বিলপারী পরিষদসহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক সগঠনের সাথে জড়িত ছিলেন।