ভোলায় পুলিশের গুলিতে ৪ মুসলিম নিহতের প্রতিবাদে মৌলভীবাজার জেলা আল ইসলাহর বিবৃতি
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৯, ৭:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ভোলার বোরহানুদ্দীন উপজেলায় আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-কে কটূক্তির প্রতিবাদে মুসলিম জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত ৪ মুসলিমকে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখা।
আজ ২১ অক্টোবর সোমবার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম স্বাক্ষরিত এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠান জেলা আল ইসলাহর তথ্য ও গবেষণা সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব।
বিবৃতিতে বলা হয়, একজন মুসলিম হিসেবে আল্লাহ ও তাঁর রাসূলকে নিয়ে যে কেউ কটূক্তি করলে মুসলমানদের হৃদয়ে রক্ষক্ষরণ হয়। এ অবস্থায় মুসলমানরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে এটাই ঈমানের দাবি। কিন্তু ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে মুসলিম জনতার উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ৪ মুসল্লিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া কিন্তু পুলিশই যখন গুলি করে মানুষ হত্যা করে পরিস্থিতি ঘোলাটে করে তখন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। আমরা গুলির হুকুমদাতা ও গুলিকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানাই। নিহত মুসল্লিদের পরিবারকে এর ক্ষতিপূরণ প্রদান করতে হবে সরকারকে। পাশাপাশি বিক্ষোভ প্রদর্শণকারী সাধারণ মুসলমানদের উপর গণ-মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বিবৃতিতে আরো বলা হয়, সারাবিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। মুসলিমরা সংখ্যাগরিষ্ট হলেও অন্যান্য ধর্মের মানুষের সাথে তাদের সহাবস্থান ও সামাজিক সম্পর্ক খুবই উন্নত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ অনলাইন ও অফলাইনে যারা ধর্ম বিদ্ধেষ ছড়ায় তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।