ইসলামিক সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র কমিটি পূণর্গঠন, পরিচালক ময়নুল, নির্বাহী পরিচালক মাহমুদ
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৯, ৫:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটি পূণর্গঠন করা হয়েছে । আব্দুল ওয়াদুদ ময়নুলকে পরিচালক ও মাহমুদ আব্দুল কাদিরকে নির্বাহী পরিচালক করে ২০ সদস্যের কমিটি ঘোষণা করেন রিসালাহ’র প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
গত শনিবার সংগঠনের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহকারী প্রধান হাফিজ ফরহাদ আহমদ, মিডিয়া পরিচালক রূহুল আমীন, অর্থ পরিচালক সামছুল ইসলাম সানি, কিরাত পরিচালক গাজী মুবিন আহমদ মাহিন, অফিস পরিচালক কামরান আহমদ, শিশুকিশোর পরিচালক মারজান রুহী ও আব্দুর রাহীম সিদ্দিক।
উল্লেখ্য, রিসালাহ বাংলাদেশের প্রথম সারির একটি ইসলামিক সাংস্কৃতিক সংগঠন। ইসলামি সংগীতের মাধ্যমে রিসালাহ ইসলামি তাহযিব তমদ্দুন বিকাশে কাজ করছে। যুব সমাজকে বিশুদ্ধ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে রিসালাহ নিয়ামক ভূমিকা পালন করছে। রিসালাহ’র প্রতিষ্ঠাতা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ইসলামি সংগীত অঙ্গনের সুপরিচিত শিল্পী। এর আগে প্রতীতি শিল্পী গোষ্ঠী নামে তাঁর একটি সংগঠন ছিল। প্রতীতিকে বিলুপ্ত করে রিসালাহ’র জন্ম হয়।