রাজনগরে রেকর্ড দামে দুটি সরকারী জলমহাল বিক্রি
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৯, ৭:১১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, রাজনগর ::
রাজনগরে রাজস্ব আদায়ের জন্য রেকর্ড দামে বিক্রি হলো শালকাটুয়া ও মাঝেরবান্দ নামে দুটি জলমহাল। মাইকিং করে উন্মোক্তভাবে লিজ দেয়ায় ৭৮ লক্ষ টাকায় এ দুটি জলমহালের দর উঠে। কাউয়াদীঘি হাওরের বৃহৎ এ দুটি জলমহালে দীর্ঘ দিন থেকে হাইকোর্টে মামলা চলায় জেলা প্রশাসকের নির্দেশে রাজস্ব আদায়ের জন্য চলতি বাংলা সনের জন্য ইজারা দেয় রাজনগর উপজেলা ভূমি অফিস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরের বৃহৎ জলমহাল শালকাটুয়া ও মাঝেরবান্দ নিয়ে দীর্ঘদিন থেকে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। কোর্টে মামলা থাকায় মন্ত্রণালায় ও জেলা প্রশাসন থেকে লিজ দেয়া সম্ভব হচ্ছিল না। এদিকে মামলা চলাকালীন সরকারি রাজস্ব আদায়ের জন্য জেলা প্রশাসন থেকে পত্র এলেও যথা নিয়মে লিজ না দিয়ে গোপনেই বন্দোবস্ত সম্পাদন হতো। ফলে একেবারে কম মূল্যেই এ জলমহালগুলো বিক্রি হতো। বিগত বাংলা সনে এ দুটি জলমহাল মাত্র ১৪ লক্ষ টাকায় বিক্রি হয়। কিন্তু চলতি অর্থ বছরে প্রকাশ্যে মাইকিং করে লিজ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে উভয় জলমহালের মূল্য উঠে ৭৮ লক্ষ টাকা।
জলমহালের ইজারা গ্রহিতা ফজলুল হক নীরু বলেন, এ দুটি জলমহাল কাউয়াদীঘি হাওরের বৃহৎ জলমহাল। আগে গোপনে ইজারা দেয়া হলেও চলতি বছরে এমপি মহোদয়ের দৃঢ় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। ফলে সরকার তার যথাযথ রাজস্ব পেয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তারের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভি করেন নি।
মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত বলেন, এ দুটি জলমহাল থেকে আগে সরকার রাজস্ব হারিয়েছিল। কিন্তু এবার এমপি নেছার আহমদ মহোদয়ের দৃঢ় অবস্থানের ফলে সরকার যথাযথ রাজস্ব পেয়েছে।