ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় ২৫তম হয়েছে মাদরাসা ছাত্র রায়হান
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৯, ২:৪৬ অপরাহ্ণ
ঢাকা ইউনিভার্সিটিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৫তম হয়েছে মাদরাসা ছাত্র রায়হান আহমদ। সে ঢাকা দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে ২০১৭ সালে দাখিল ও ২০১৯ সালে আলিম পরীক্ষায় এ প্লাস পেয়েছে। রায়হান ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স পড়তে আগ্রহী।
রায়হান মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মরহুম আলহাজ ডা. কুতুব উদ্দিন সাহেবের নাতী। তার পিতা মাওলানা মুফতি রুহুল আমিন মৌলভীবাজার সদরের উত্তর মুলাইম মল্লিক সরাই আলিম মাদরাসার শিক্ষক। সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ায় তার শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি সে মাদরাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে চায়। রায়হান সকলের দোয়া প্রার্থী।