শ্রীমঙ্গলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৯, ৭:৪৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ান (র্যাব) ক্যাম্প-৯ এর সদস্যদের সাথে এক বন্দুকযুদ্ধে জয়নুল ইসলাম (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের অদূরে চা কন্যা ভাষ্কর্য নামক স্থানে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বন্দুকযুদ্ধে নিহত জয়নুল ইসলাম বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জয়নুলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা না হলেও, র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুছ ছালেক জানান।