প্রফেসর মো. সেলিমকে যুক্তরাজ্যে ফুলেল শুভেচ্ছায় বরণ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৯, ৭:৫৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, যুক্তরাজ্য ::
মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন যুক্তরাজ্যের সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
গত ১১ অক্টোবর যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অবস্থিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সিরাাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার ও জামে মসজিদ পরিদর্শন করতে যান যুক্তরাজ্যে সফররত প্রফেসর মো. সেলিম। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার ও জামে মসজিদের পরিচালক,আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব হাফিয সাব্বির আহমদ, মসজিদের ইমাম কারী আহমদ আলী, মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির ইমাম হাফিয দেলওয়ার হাসান সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেয়দ তাজুল ইসলাম, জাহিদ আল-রশিদ, মো. টিপু মিয়া প্রমুখ।
প্রফেসর মো. সেলিম সিরাজাম মুনিরা জামে মসজিদে নামাজ আদায় করেন। তিনি যুক্তরাজ্যে সিলেটি মানুষদের উদ্যোগে প্রতিষ্ঠিত সিরাজাম মুনিরা সেন্টার ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। ইসলামি শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠান যুগান্তকারী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।