কমলগঞ্জে আদিবাসী ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৯, ৬:২৯ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৭-১৮ সালে পিএসসি, জেএসসি, জেডিসি ও ২০১৮-১৯ সালে এসএসসি ও সমমানের মাদরাসা পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ৯ অক্টোবর বুধবার দুপুরে দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের আয়োজনে ২ হাজার ২শ’ শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি মো. আব্দুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সুশীল সিংহ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গর্ভনর মিছবাহুর রহমান চৌধুরী।
সংবর্ধনা অনুষঠানে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল বিশ্বাস, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সিলেট লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও সিলেট বিভাগীয় চাকরিজীবী পরিষদ ঢাকাস্থ সভাপতি বনমালী ভৌমিক, মৌলভীবাজার জেলা সমিতি ঢাকাস্থ সভাপতি সৈয়দ মোস্তাক আহমেদ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার লিপি রানি সিনহা, কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।