বুুয়েটে আবরার হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর ২০১৯, ৮:২৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বুুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংস হত্যার প্রতিবাদে ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
আজ ৯ অক্টোবর বুধবার দুপুরের দিকে মৌলভীবাজার শহরের সমশেরনগর রোড থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের এম সাইফুর রহমান রোডে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, মামুন পারভেজ, আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, রাহিন আহমদ, জসিম তালুকদার, পাপন রহমান, কলেজ ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ।