কুলাউড়ায় দুর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০১৯, ৬:৪৪ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুলাউড়ায় এবার মোট ২১৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯৩ টি সার্বজনীন ও ২৪টি ব্যক্তিগত মন্ডপ রয়েছে। কুলাউড়া উপজেলা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন জানান, সকল পূজামন্ডপের প্রতিমা তৈরির সকল কাজ শেষ হয়েছে। সব কিছু প্রস্তুত রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে বেল ষষ্টির মাধ্যমে পূজা উৎসব শুরু হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে কুলাউড়া পুলিশ মোটর সাইকেল বিভিন্ন মন্ডপে মহড়া দিচ্ছে। যাতে কোন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে জন্য পুলিশের পাশাপাশি র্যাবও টহল দিবে। এদিকে দুর্গা পূজা উপলক্ষে কুলাউড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল ৩ অক্টোবর দুপুরে পৌরসভা মিলানায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।