বড়লেখায় পূজায় সমস্যা দেখা দিলেই যাবে ভ্রাম্যমাণ পুলিশ
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৯, ২:০৪ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বড়লেখা থানা-পুলিশের উদ্যোগে মোটরসাইকেল ভ্রাম্যমাণ দল চালু করা হয়েছে। মোটর সাইকেল দল সব সময় সক্রিয় থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এছাড়া প্রত্যেক পূজামন্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূজাকে ঘিরে উপজেলার মন্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হচ্ছে। নিয়মিত বাহিনীর পাশাপাশি মোটর সাইকেল ভ্রাম্যমাণ দল চালু করা হয়েছে। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই মোটরসাইকেল ভ্রাম্যমাণ দলের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এই দলকে পৌর শহর থেকে শুরু করে উপজেলার সব ইউনিয়ন এলাকায় টহল দিতে দেখা যাবে।
প্রতিটি মোটর সাইকেলে দুজন করে ১০টি মোটর সাইকেলে ২০ জন পুলিশ সদস্য কাজ করছেন। সাদা পোশাকে পুলিশের দল ইভটিজিংকারী ও ছিনতাইকারীদের ধরতে ফাঁদ পাতবে। এই কার্যক্রম পূজার শেষ দিন পর্যন্ত চালু থাকবে। এছাড়া প্রত্যেক এলাকার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোনো অঘটন নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন তাঁরা। স্থানীয় বাজারগুলোতে আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী আলোচনা সভা করা হচ্ছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার (৩০ সেপ্টেম্বর) বলেন, ‘পূজাকে ঘিরে মোটর সাইকেল ভ্রাম্যমাণ দল টহল শুরু করেছে। এছাড়া পুলিশের বিশেষ দল মাঠে থাকবে। সাদা পোষাকে পুলিশের ইভটিজিং বিরোধী টিমও থাকবে। প্রত্যেক পূজামন্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’