অভিযোগকারীরা পেলেন জরিমানার ২৫%
বেঙ্গল ফুড ও ওয়ান সুরুচি বেকারিকে ভোক্তার ১৪ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ৪:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জের বেঙ্গল ফুড ও শ্রীমঙ্গলের ওয়ান সুরুচি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগের নিষ্পত্তি করেন জেলা সহকারী পরিচালক মো. আল আমিন।
ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আজিজুল হক ও পংকজ কুমার নাগ নামের দুজন ভোক্তা কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বেঙ্গল ফুড ও শ্রীমঙ্গল উপজেলার ওয়ান সুরুচি বেকারির উপর লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন অভিযোগকারী ও অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিয়ে আজ সোমবার ভোক্তার জেলা কার্যালয়ে বসেন। উভয় পক্ষের বক্তব্য শুনে অভিযোগ প্রমানিত হওয়ায় বেঙ্গল ফুড কর্তৃপক্ষকে ৬ হাজার ও শ্রীমঙ্গলের ওয়ান সুরুচি বেকারিকে ৮ হাজার টাাকা জরিমানা করে তা আদায় করেন। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ হিসাবে আজিজুল হককে পনেরশ টাকা ও এবং পংকজ কুমার নাগকে ২ হাজার টাকা প্রদান করা হয়।
ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পঁচা ও বাসি মিষ্টি বিক্রয় করা, বেকারির প্যাকেটজাত পণ্যের গায়ে লিখিত উংপাদনের তারিখের আগে বাজারজাত করার অভিযোগ ছিল। অভিযোগ প্রমানিত হওয়ায় এই জরিমানা করা হয়।