শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন ।। হান্নান সভাপতি, মোশাইদ সম্পাদক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ৬:৩০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আব্দুল হান্নান সভাপতি ও আজিজুর রহমান (মোশাইদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তায় এএটি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ে প্রাঙ্গনে ভোট গ্রহণ চলে। ভোটার ১৬২২ জনের মাঝে উপস্থিত ছিলেন ১৪৮৬ জন। তিনটি ওয়ার্ডে ভাগ করে ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ভোটার সংখ্যা ছিল ১৬২২ ভোটের মধ্যে ১৪৮৬ ভোটার ভোট প্রয়োগ করছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে। রাত ১১টায় ভোট গননা সম্পন্ন হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা।
নির্বাচন পরিচালনায় ছিলেন, আব্দুল মোহিত, সদস্য শিমুল কান্তি পাল, ইউপি সদস্য ফারুক আহমদ প্রমুখ। নির্বাচন পর্যবেক্ষণ করেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সম্পাদক কামরুল হাসান মারুপ এএটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাফিজুল হক চৌধুরী স্বপন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কঠোর নিরাপত্তায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ।
সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি ডা. জিল্লুল হক, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সম্পাদক বদিউল আলম বড় ভূঁইয়া, কোষাধ্যক্ষ জাহিরুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল আহমদ নির্বাচিত হয়েছেন। এছাড়া ১নং ওয়ার্ডে সদস্য
নুর হোসেন, মোহন ফকির, আক্কল আলী, ২নং ওয়ার্ডে সদস্য আব্দুল মুকিত, ইয়াজিদ খান ও আহাদ মিয়া, ৩ নং ওয়ার্ডে সদস্য শাহীন মিয়া, ইকবার মিয়া ও কয়েছ মিয়া নির্বাচিত হয়েছেন।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রিসাইডিং অফিসার কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা বলেন, বেশী ভোট থাকায় গণনা করে ফলাফল ঘোষণায় রাত ১১টা হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে তিনি জানান।