মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ৩:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুদ্দিন (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউপির সুইলগর গ্রামের তাজু মিয়ার ছেলে। আজ ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আমিরুদ্দিন আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বসতঘরের ঢালাই’র ছাদে মোরগের জন্য একটি ঘর বানাতে যান। ছাদের উপর বিদ্যুতের মূল লাইনে গাছের পাতা পড়ে থাকতে দেখে তিনি একটি রড দিয়ে তা সরানোর চেষ্টা করেন। এ সময় রডে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে তিনি স্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসাপতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে তাদের নিশ্চিত করেন। বিদ্যুতস্পৃষ্টে নিহত আমিরুদ্দিন ওমান প্রবাসী। দুই মাস পূর্বে তিনি দেশে এসে বিয়ে করেন।