মৌলভীবাজারে মনু নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ৫:১৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে মনু নদী থেকে সত্তরোর্ধ্ব আজিজুর রহমানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৪ সেপ্টেম্বর শহরের সৈয়ারপুর এলাকার মনু নদী থেকে সকাল ১০টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে। আজিজুর রহমান রাজনগর উপজেলার খাসপ্রেমনগর গ্রামের এলাইছ মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী তিনি মনু নদী থেকে গোসল করে জোহরের নামাজ পড়েন। প্রায় ১৫ দিন আগে তিনি মনু নদীতে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেন নি। পরিবারের সদস্যরা নৌকা দিয়ে অনেকদিন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। আজ মঙ্গলবার মনু নদীতে ভাসমান একটি লাশের খবর পেয়ে মডেল থানা পুলিশ উদ্ধার করে। পরে আজিজুর রহমানের ছেলে লাশটি শনাক্ত করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।