দুর্গা পূজায় ৩ দিনের ছুটির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৭:৪০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে তরুণ সনাতনী সংঘ (টিএসএস) উপজেলা কমিটির নেতৃবৃন্দ কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সনাতনী সংঘ (টিএসএস) কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অপু রায় পার্থ, সহ সভাপতি নারায়ন দাস, পৌর কমিটির সভাপতি রিংকু মল্লিক, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় কমিটির সভাপতি বিজয় মল্লিক।