কমলগঞ্জে কলেজ ছাত্রীকে নির্যাতনকারী বখাটে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২ সেপ্টেম্বর ২০১৯, ২:৫৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী বিউটি আক্তার (১৮) কে যৌন নির্যাতনকারী বখাটে সাইফুল খান (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল ৫টায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের মিলন খান এর বখাটে ছেলে সাইফুল খান কলেজ ছাত্রীকে রাস্তা গতিরোধ করে লাঞ্ছিত করে মাটিতে ফেলে নির্যাতন করে। সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মেয়ের জবানবন্দি গ্রহণ করে। পরে আহত ছাত্রীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা ছয়ফুল বেগম বাদি হয়ে বখাটে সাইফুলকে আসামী করে রবিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির ও এএসআই সহিদুল অভিযান চালিয়ে পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর এলাকার কান্দিগাঁও থেকে গ্রেফতার করেন।
সাইফুলের বাবা মিলন খান ছেলেটি নিজের অবাধ্য এবং গত ঈদের দিনেও তার মাকে মারধোর করেছে বলে অভিযোগ করে বলেন, ওকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেয়া হলে অপরাধ থেকে মুক্ত হতে পারে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত মেয়ের মা বাদি হয়ে মামলা করার কয়েক ঘণ্টার মধ্যেই বখাটে সাইফুলকে গ্রেফতার করে পুলিশ।