শ্রীমঙ্গলে এনার চাপায় নিহত ১, বাসচালক ও হেলপার আটক
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর ২০১৯, ৬:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোওয়াগাঁও এলাকায় মৌলভীবাজারগামী এনা বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ ১ সেপ্টেম্বর রোববার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত অপু রঞ্জন দেব (৪০) মৌলভীবাজার লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। তিনি ভূনবীর ইউনিয়নের শাষন এলাকার নগেন্দ্র দেবের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপু রঞ্জন দেব মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাওয়ার পথে নোয়াগাঁও এলাকায় ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা পরিবনের একটি বাস (ঢাকা মেট্রো ব: ১৫- ৪০১৯) তাকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, এ ঘটনায় বাসের চালক কালু মিয়া (৪০) ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল আটককৃতদের কোর্টে চালান করা হবে।