শ্রীমঙ্গলে সততা স্টোরের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৯, ৩:২৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরের কার্যক্রম পরিদর্শন ও সততা সংঘের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক গঠিত সামাজিক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক আলহাজ মো, আব্দুর রউফ তালুকদার ও সদস্য সৈয়দ ছায়েদ আহমদ কার্যক্রম পরিদর্শন ও সদস্যদের মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সততা সংঘের প্রধান উপদেষ্ঠা সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, উপদেষ্টা সদস্য সহকারী প্রধান শিক্ষক মলয় কুমার দাস।
এ সময় সততা সংঘের কার্যকরি কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সততা স্টোরের কার্যক্রম স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে, স্কুলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং নিজেদের সৎ ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে মিথ্যা এবং দুর্নীতিকে পরিহারের আহবান জানান।