মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৯, ৬:২০ অপরাহ্ণ
মৌলভীবাজারে গতকাল বুধবারে পৃথক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের তারে লেগে সদর উপজেলার খোঁজারগাও গ্রামের পাবেল মিয়া (১২) ও রাজনগরের চাটুরা এলাকায় মোটর সাইকেলের পেছন থেকে সেলিম (৪৫) নামের একব্যক্তি মারা যান।
জানা যায়, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মূল লাইনের আড়তিং তার পানির মধ্যে পড়ে ছিল। বিকালের দিকে ওইস্থান থেকে হাঁসের জন্য খুদফেনা (কচুরিপানা) সংগ্রহ করতে যান মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের খোঁজারগাও গ্রামের শের আলীর ছেলে পাবেল মিয়া (১২)। তিনি খুদফেনার জন্য জমিতে নামলে বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যান। জমিতে বিদ্যুতায়িত হয়ে মাছ ও সাপ মরে ভেসে থাকতে দেখেছেন এলাকাবাসী।
এদিকে রাজনগরের চাটুরা এলাকায় মোটর সাইকেলের পেছন থেকে সেলিম (৪৫) নামের একব্যক্তি মারা গেছেন। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রত্নদীপ বিশ্বাস এর সত্যতা নিশ্চিত করেছেন।