ইমাম-মুয়াজ্জিনদের ৪ লক্ষ টাকা সম্মানী দিল মৌলভীবাজার পৌরসভা
প্রকাশিত হয়েছে : ৮ আগস্ট ২০১৯, ৬:৩০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার পৌর এলাকার দুইশ ইমাম মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা হিসেবে ৪ লক্ষ টাকা প্রদান করেছে মৌলভীবাজার পৌরসভা।
আজ ৮ আগস্ট বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান, নিদিষ্ট স্থানে কুরবানীর পশু জবাই ও ডেঙ্গু রোগ সম্বন্ধে সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট মলিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আজমল হোসেন, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।