ডেঙ্গু প্রতিরোধে গাড়ি চালকদের মধ্যে মৌলভীবাজার পৌরসভার অ্যারোসল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৫ আগস্ট ২০১৯, ১২:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ডেঙ্গু প্রতিরোধে গাড়ি চালকদের মধ্যে ৪৫০টি অ্যারোসল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের ৪টি স্ট্যান্ডের পরিবহন চালকদের মাঝে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে এই স্প্রে বিতরণ করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
আজ ৫ আগস্ট সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের কোর্ট রোডের লাইটেস স্ট্যান্ডে এ উপলক্ষে অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আহমদ, কাউন্সিলর মনবির রায় মঞ্জু, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি প্রমুখ।
মৌলভীবাজার শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে পৌর মেয়রের উদ্যোগে কয়েকদিন ধরে ধারাবাহিক মশা নিধন কার্যক্রম চলছে। নিয়মিত মশা নিধনে ‘ফগার মেশিন’ দিয়ে শহরের প্রতিটি ওয়ার্ডে ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি ঝোঁপঝাড় পরিস্কার করা হচ্ছে।