মৌলভীবাজার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯ রোগী
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৯, ৩:২৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৯ জন। এদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল, মৌলভী পলি ক্লিনিক ও সিলেটে চিকিৎসা চলছে। মৌলভীবাজার থেকে চিকিৎসা নিয়ে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১জন ছাড়া সকলের ঢাকায় যাতায়াত ছিল বলে জানা গেছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও মৌলভী পলি ক্লিনিক সূত্রে জানা যায়, মৌলভীবাজারে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ জন ছাড়া বাকী সবার ঢাকায় যাতায়াত ছিল। সেখান থেকেই ডেঙ্গু ভাইরাসে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে মৌলভীবাজার পলিটেকনিকের ছাত্র গাজীপুর জেলার আব্দুর রহমান (১৯) গত দুই মাস মৌলভীবাজার ছিলেন। স্থানীয়ভাবে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন ৩ জন। এছাড়া দুইদিন পূর্বে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং ২ জনকে সিলেটে রেফার্ড করা হয়েছে। ভর্তি রোগীরা হচ্ছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউশনের ছাত্র আব্দুর রহমান (১৯)। মৌলভীবাজার পৌরসভার মারাজ মিয়া (৩৬) এবং ২৮ জুলাই ভর্তি হয়েছেন বিজিব সদস্য সাজ্জাদ হোসেন (৩৯)। এদিকে মৌলভী পলি ক্লিনিকে ভর্তি আছেন ৩ জন। তারা হলেন- আমতৈল ইউনিয়নের ঘাঘুটিয়া গ্রামের বিপুল চন্দ্র দাশ (৩৭) এবং মোমেন খান (৩০), সৈয়ারপুরের টিংকু পাল (২৭)।
মৌলভী পলি ক্লিনিকে ভর্তিকৃতদের চিকিৎসা দিচ্ছেন ডা. আব্দুল্লাহ আল মারুফ রাসেল। পূর্বদিককে তিনি জানান, ওই ক্লিনিকে ভর্তি ৩ জনের অবস্থা এখন পজেটিভ আছে। একজনের রক্তের অনুচক্রিকা নেমে ২৭ হাজারে আসলেও পরে ৫০ হাজারে উন্নতি হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রত্নদীপ বিশ্বাস জানান, মৌলভীবাজারে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মশারিসহ ৮ শয্যার ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে। গতকাল (২৮ জুলাই) ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ডেঙ্গু চিকিৎসায় আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।