মাহফুজ আলম নয়ন শমসেরনগর বিএফ শাহীন কলেজ থেকে এবারের এইসএসসি পরীক্ষায় ৪.৮৩ পেয়েছে। পড়াশুনা করে সে চার্ট্যার অ্যাকাউন্টেন্ট হতে চায়। তার পিতা মো. কামাল উদ্দিন একজন সাংবাদিক। দৈনিক নওরোজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক পূর্বদিকের স্টাফ রিপোর্টাল। নয়ন সকলের কাছে দোয়া প্রার্থী।